• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নতুন পোশাক পেল ৪০ শিক্ষার্থী

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

নতুন পোশাক পেল ৪০ শিক্ষার্থী

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ জানুয়ারি ২০১৯

নতুন বইয়ের পর এবার নতুন পোশাক (স্কুল ড্রেস) পেলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা। আজ শনিবার বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের নতুন পোশাক বিতরন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু নাইম ইকবাল।

আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিনা সুলতানা জানান, বিদ্যালয়টি প্রতি বছর ভাল ফলাফল করে আসছে। এ বিদ্যালয়টিতে স্থানীয় হত দরিদ্র মানুষের সন্তানরাই বেশী পড়াশুনা করে। সমাজের বিত্তবানদের ছেলেমেয়েরা বিভিন্ন বেসরকারী কিন্ডার গার্টেন স্কুলে পড়াশুনা করে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিদ্যালয়ের ইউনিফর্ম পড়ে শ্রেনী কক্ষে আসা বাধ্যতামূলক। অনেক শিক্ষার্থীদের বাবা মা তাদের সন্তানদের সময় মতো পোশাক তৈয়ারী করে দিতে পারেনা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি আসাদুজ্জামান মোল্লা ও সদস্য খোকন মোল্লা, আব্দুস সালাম, ঘাসফুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী গাজী মোবারক।

নতুন পোশাক পেয়ে বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র আবু রায়হান, চতুর্থ শ্রেনীর ছাত্রী বষা আক্তার ও প্রথম শ্রেনীর ছাত্রী নুসরাত জাহান জানান, নতুন পোশাক পেয়ে আমরা খুবই আনন্দিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম জানান, এটি একটি মহৎ কাজ। আশা করি আবু নাইম ইকবালের মতো সমাজের বিত্তবানরা এ ধরনের উদ্যোগে এগিয়ে আসবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads