• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
জাবিতে মধ্যরাতে মারামারি ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার

সাময়িক বহিস্কৃত হওয়া জাবির প্রথম বর্ষের তিন শিক্ষার্থী

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

জাবিতে মধ্যরাতে মারামারি ঘটনায় তিন জন শিক্ষার্থী বহিষ্কার

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ জানুয়ারি ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত বুধবার তুচ্ছ ঘটনার জের ধরে ক্যাম্পাসের বটতলায় মধ্যরাতে মারামারির ঘটনায় প্রথম বর্ষের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

সাময়িক বহিষ্কারকৃত শিক্ষার্থীরা হলেন- নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রিজওয়ান রাশেদ সোহান, প্রতœতত্ত্ব বিভাগের মাহিদ ও মার্কেটিং বিভাগের আহসানুজ্জামান শাওন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নিয়মিত সভায় এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। এছাড়া অধিকতর তদন্তের জন্য চার সদস্য বিশিষ্ট্য উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় পূর্বের তুচ্ছ ঘটনার জের ধরে কয়েকজন শিক্ষার্থী অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ৮ শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে এক ছাত্রী শিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়। এ ঘটনায় পরদিন অভিযুক্তদের শাস্তি চেয়ে প্রক্টর বরাবর অভিযোগ দেয় মারধরের শিকার শিক্ষার্থীরা।

এর প্রেক্ষিতে তদন্ত কমিটি প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারী বোর্ডের সভায় অভিযুক্তদের বিরদ্ধে সাময়িক বহিষ্কারের সুপারিশ করলে সিন্ডিকেট শুক্রবার তা অনুমোদন দেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads