• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
পীরগঞ্জে ১৯ পরীক্ষার্থী বহিষ্কার ও কেন্দ্র সচিবকে অব্যাহতি

প্রতীকী ছবি

শিক্ষা

পীরগঞ্জে ১৯ পরীক্ষার্থী বহিষ্কার ও কেন্দ্র সচিবকে অব্যাহতি

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি ২০১৯

পীরগঞ্জে দাখিল পরীক্ষায় নকল করার অভিযোগে ১৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি কেন্দ্র সচিবকেও অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার উপজেলা সদরে পীরগঞ্জ দাখিল পরীক্ষা কেন্দ্রে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার দুইটি কেন্দ্রে দাখিল পরীক্ষা চলছে। পীরগঞ্জ ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্র-২ এর উপজেলা সদরের পীরগঞ্জ ফাযিল মাদারাসায় হচ্ছে। কেন্দ্রটির প্রধান গেটে সার্বক্ষণিক তালা দিয়ে পরীক্ষার কক্ষগুলোতে দেদারছে নকল চলছিল বলে পরীক্ষা শুরু থেকেই অভিযোগ পাওয়া যায়। কেন্দ্রটির সঙ্গেই রয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর অফিস। হাদিস পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বাইরে থেকে নকল সরবরাহের চিত্র দেখে ফেলেন।

তিনি কেন্দ্রটির পিছন দিয়ে পরীক্ষার কক্ষে ঢুকে হাতেনাতে নকলসহ ১৯টি খাতা আটক করে বহিষ্কার করেন। আর নকলে সহায়তার অভিযোগে কেন্দ্র সচিব উল্লেখিত মাদরাসার অধ্যক্ষ রুহুল আমিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভুমি) সঞ্জয় কুমার মহন্ত বলেন, কক্ষগুলোতে অবাধে নকল চলছে। আর কেন্দ্র সচিব বাইরে দাঁড়িয়ে থেকে নকল করতে সহযোগিতা করছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি.এম.এ মমিন বলেন, কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads