• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ইবিতে হিসাব বিজ্ঞান বিভাগের পিঠা উৎসব

ইবিতে হিসাব বিজ্ঞান বিভাগের পিঠা উৎসব

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

ইবিতে হিসাববিজ্ঞান বিভাগের পিঠা উৎসব

  • ইবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের আয়োজনে পিঠা ও ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় ব্যাবসায় প্রশাসন অনুষদ ভবনের জিমনেসিয়ামের সামনে উৎসবটির আয়োজন করে বিভাগের এমবিএ ২০তম ব্যাচের শিক্ষার্থীরা।

বিভাগীয় সভাপতি অধ্যাপক আব্দুস শাহিদ মিয়ার সভাপতিত্বে ও অধ্যাপক ড. জাকির হোসাইনের সঞ্চালনায় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, দেশরতœ শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. সেলিনা নাসরিন, প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘পিঠার সঙ্গে আমাদের নিবিড় ও গভীর সম্পর্ক রয়েছে। পিঠা উৎসব হচ্ছে আবহমান বাংলার সাংস্কৃতিক, সামাজিক সম্প্রীতির প্রতীক। বাঙ্গালী জাতির সুখের চাবিকাঠি এই জাতীয় উৎসবের মধ্যে রয়েছে।’

উল্লেখ্য, উৎসবে বাহারী নামের প্রায় ৩৫ রকমের পিঠা ও পায়েস পরিবেশন করা হয়। বিকেলে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads