• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
রাবি শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ বাস চালকের বিরুদ্ধে

সংগৃহীত ছবি

শিক্ষা

রাবি শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ বাস চালকের বিরুদ্ধে

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাস কর্মচারীর বিরুদ্ধে এক শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ উঠেছে। আজ রোববার বিকেলে হয়রানির প্রতিকার চেয়ে ছাত্র-উপদেষ্টা, প্রক্টর বরাবর, পরিবহন দফতর প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী শিক্ষার্থী।

হয়রানির শিকার ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষ ও মুন্নুজান হলের আবাসিক শিক্ষার্থী।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, আমি ব্যক্তিগত কাজে নগরীর আমচত্ত্বর এলাকায় যাই। সেখানে কাজ শেষে পৌনে ২টায় বিশ্ববিদ্যালয়ের বাসের জন্য অপেক্ষা করি। নওহাটা রুটের বাসটি আমচত্তরে পৌছালে গতিপথ পরিবর্তন করে সেখানে না দাঁড়িয়ে আমাকে পরের বাসের জন্য আসতে বলে। যদিও আমি ওই স্থানে আগেই দাঁড়িয়ে ছিলাম।

লিখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষার্থী বলেন, নওহাটা রুটের গাড়িটি পর্যাপ্ত সিট ফাঁকা থাকা সত্বেও তারা আমাকে বাসে উঠায়নি। এরকম ঘটনা কোনো নতুন বিষয় নয়। প্রায়ই বাসের কর্মচারীরা শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করে থাকে।

এবিষয়ে পরিবহন দফতরের প্রশাসক ড. এফ এম আলী হায়দার বলেন, শিক্ষার্থীর অনুলিপি পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে এরকম আচরণ মোটেই ঠিক না। অভিযুক্ত কর্মচারীকে বরখাস্ত করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, এক শিক্ষার্থী পরিবহন প্রশাসক বরাবর একটি হয়রানির প্রতিকার চেয়ে আবেদন করেন। আমাকেও একটি অনুলিপি দেন। আমি বিষয়টি নিয়ে প্রশাসকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads