• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
চবিতে টিএসসির দাবিতে মানববন্ধন

চবিতে টিএসসির দাবিতে ছাত্রলীগের একাংশের মানববন্ধন

শিক্ষা

চবিতে টিএসসির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত ১৮ ফেব্রুয়ারি ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) গড়ে তোলার দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। আজ সোমবার দুপুরে চবির শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন হয়। 

বিলুপ্ত কমিটির উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইকবাল টিপুর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য সাবরিনা চৌধুরী সহ ছাত্রলীগের কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, এতো বড় ক্যাম্পাসে টিএসসি থাকবে না এটা হতে পারে না।দ্রুত দাবি মেনে টিএসটি গড়ে তুলতেই হবে।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বর্ষা বলেন, শুধু ছাত্রলীগ নয়,টিএসসি আমাদের সাধারণ শিক্ষার্থীদের ও দাবি।ঢাবিতে থাকবে আমাদের কেন থাকবে না। শিক্ষকদের সঙ্গে আমাদের সম্পর্ক বাড়াতে টিএসসি গড়ে তুলতেই হবে।বিশ্ববিদ্যালয়ে স্থান, টাকা  কিছুরই অভাব নেই। এটি আমাদের প্রাণের দাবি।

জুবাইর উদ্দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads