• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ইবিতে ‘বিশ্ববিদ্যালয় জীবন ও পরিবেশ’ বিষয়ে সচেতনতা সেমিনার

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

ইবিতে ‘বিশ্ববিদ্যালয় জীবন ও পরিবেশ’ বিষয়ে সচেতনতা সেমিনার

  • ইবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ ফেব্রুয়ারি ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ইউনিভার্সিটি স্টুডেন্ট লাইভ এন্ড ইনভারমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আইইইই’র উদ্যোগে মঙ্গলবার দুপুর ২টায় ক্যাম্পাসস্থ দ্বিতীয় বিজ্ঞান ভবনের গ্যালারি কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

আইইইই ইবি শাখার সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সেলিম তোহা। অনুষ্ঠানে নাবিলা আফরিদা রহমান রাকা ও সাফায়াত শাহরিয়ার স্বাক্ষরের যৌথ সঞ্চালনায় আলোচক হিসেবে আলোচনা উপস্থাপন করেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ।

এসময় উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার র্জোদ্দার, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক জসীম উদ্দিন এবং ন্যাশটেক কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুল ইসলাম শিমুল প্রমুখ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবন এবং শিক্ষার পরিবেশের উপর আলোচনা করতে গিয়ে প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ বলেন, ‘যে কোন পরিবেশে তোমাদের খাপ খাইয়ে নিতে হবে এবং নিজেকে নিজের তৈরি করার সক্ষমতা গড়ে তুলতে হবে। তাহলেই তোমাদের সকল হতাশা দূর হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সেলিম তোহা বলেন, ‘কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না। তাই বসে না থেকে অনাবরত চেষ্টা করে যেতে হবে। তাহলেই সাফল্য তোমাদের দুয়ারে কড়া নাড়বে।’

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads