• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সব পদেই ফের নির্বাচনের দাবি নুরের

সংগৃহীত ছবি

শিক্ষা

সব পদেই ফের নির্বাচনের দাবি নুরের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ মার্চ ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল বাতিল করে আবারও ভোটের দাবি জানিয়েছেন সদ্য নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে তিনি এ দাবি জানান।

এসময় নুরুল হক ডাকসু নির্বাচনের সাথে জড়িত বর্তমান কর্মকর্তাদের পদত্যাগ এবং নতুন প্রশাসনের অধীনে পুনর্নির্বাচন আয়োজনের দাবি জানান।

এর আগে বিকালে ছাত্রলীগের সভাপতি শোভনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নুরুল হক নুর। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন নুর।

এর আগে দুপুরে ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা-কর্মীরা নুরের ওপর হামলা করে বলে অভিযোগ ওঠে। পরে আড়াইটার দিকে টিএসসি অডিটোরিয়ামে নুর এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা বৈঠকে মিলিত হন। বিকেল চারটার দিকে শোভন তার অনুসারীদের নিয়ে অডিটোরিয়ামে প্রবেশ করেন এবং নুরের সাথে ১০-১৫ মিনিট কথা বলেন।

বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের সামনে নুরকে জড়িয়ে ধরেন শোভন। তখন ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন নবনির্বাচিত ভিপি।

এ সময় শোভন বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। নুর ছাত্রদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে, সুতরাং আমরা তার সাথে কাজ করবো। আমি সবাইকে অনুরোধ করবো কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে।’

তিনি বলেন, ‘নুর আমাদের সবার প্রত্যাশা পূরণ করবে। সুতরাং প্রিয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রেখে সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।’

উল্লেখ্য, ২৮ বছর পর সোমবার ডাকসুতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভিপি পদে ছাত্রলীগ সভাপতি শোভন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নুরের কাছে পরাজিত হন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads