• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
দুর্গাপুরে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

দুর্গাপুরে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ মার্চ ২০১৯

প্রতি বছরের মতো এবারো নেত্রকোনার দুর্গাপুরে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার সুসঙ্গ আর্দশ বিদ্যানিকেতন, দুর্গাপুর সরকারী বালিকা বিদ্যালয় সহ মোট ২৭ টি স্কুল ও ১ টি মাদ্রাসায় শুরু হয় ভোট গ্রহন, যা শেষ হয় দুপুর ২ টায়। এই সময় ভোটারা আনন্দ ও উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করতে দেখা গিয়েছে। এবছর উপজেলা মোট ১১ হাজার ৫০০ জন শিক্ষার্থীর বিপরীতে ৪২৭ জন কেবিনেট প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছে।

ছাত্র জীনব থেকেই গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করার গত ৫ বছর ধরে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন বিশেষ্য ভাবে ভূমিকা রেখে আসছে। তাছাড়া নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া থেকে শুরু নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং শৃঙ্খলার দায়িত্ব সকল কিছুই বিদ্যালয়ের শিক্ষার্থীরাই পালন করে থাকে। আর এর মধ্যদিয়ে জাতিকে আর্দশ নাগরিক দেওয়া যাবে বলে মনে করছে অনেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads