• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
চাকরির জন্য প্রাথমিকভাবে মনোনীত ৬০ প্রার্থী

ফাইল ছবি

শিক্ষা

রাবিতে চাকরি মেলা

চাকরির জন্য প্রাথমিকভাবে মনোনীত ৬০ প্রার্থী

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ মার্চ ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপি চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে বিকেল ৬ টায় টিএসসিসিতে মেলার সমাপনি অনুষ্ঠিত হয়।

রাবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি শেখ আরিফুজ্জামান লিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, বিশেষ অতিথি ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন, অধ্যাপক ড. শাহ আজম শান্তনু প্রমুখ।

এর আগে দুপুুরে চাকুরি মেলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স কনফারেন্স কক্ষে দু’টি আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পর্কিত সেমিনার এবং শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে ‘এসপিয়ার পার্সপিয়ার ইন্সপিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি পরিচালনা করেন আইএসসিইএ এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা এজাজুর রহমান।

দুই দিনব্যাপি এই চাকরি মেলায় ২৪টি কোম্পানি অংশ নেন। এতে রাজশাহী অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী সিভি জমা দেন। সেখান থেকে ১২০ জনের মৌখিক পরীক্ষা গ্রহণের মধ্যে দিয়ে প্রাথমিকভাবে ৬০ জন প্রার্থীকে প্রাথমিক নির্বাচন করেছে কোম্পানিগুলো।

আবারও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করবে বলে জানান সংগঠনটির সভাপতি আরিফুজ্জামান লিপু।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads