• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
শিগগিরই চাকসু নির্বাচন চান তথ্যমন্ত্রী

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জের পাশে অনুষ্ঠিত রসায়ন বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসবে বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

ছবি: বাংলাদেশের খবর

শিক্ষা

শিগগিরই চাকসু নির্বাচন চান তথ্যমন্ত্রী

  • জুবাইর উদ্দিন, (চবি)
  • প্রকাশিত ১৪ মার্চ ২০১৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জের পাশে অনুষ্ঠিত রসায়ন বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসবে তিনি এ আশা ব্যক্ত করেন।

তথ্যমন্ত্রী  বলেন, নেতৃত্বের বিকাশের জন্য ছাত্র সংসদের কোনো বিকল্প নেই। আমি আজকে এ অবস্থায় আসতে পারতাম না যদি, স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা না থাকতো। এসব পর্যায় নেতৃত্ব বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন যারা বর্জনের ঘোষণা দিয়েছিলো, তারাও-তো ভিপিসহ অন্যান্য পদে জিতেছে। আমার প্রশ্ন, ডাকসুর নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে তারা জিতলো কীভাবে?

তিনি বলেন, ডাকসু নির্বাচনে সেখানকার (ঢাকা বিশ্ববিদ্যালয়ে) প্রশাসন কিছু ত্রুটির কথা স্বীকার করেছে। সেটি নিয়ে তদন্ত হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব সূচকে পাকিস্তান থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের রফতানি আয় প্রায় ৪০ বিলিয়ন ডলার আর পাকিস্তানের ২৪ বিলিয়ন, বাংলাদেশের মাথাপিছু আয় প্রায় ১ হাজার ৮০০ ডলার আর পাকিস্তানের ১ হাজার ৬৪০ ডলার। বাংলাদেশের গড় আয়ু ৭২ দশমিক ৮ বছর সেখানে পাকিস্তানে ৬৮ বছর।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ হাটি হাটি পা পা করে দীর্ঘ ৫০ বছর অতিক্রম করেছে। শুরু থেকে এ বিভাগে বহু জ্ঞানী-গুণী পণ্ডিত শিক্ষক-গবেষকরা তাদের মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে সৎ, দক্ষ, যোগ্য ও বিজ্ঞান মনস্ক আলোকিত মানবসম্পদ উৎপাদন করে চলেছে। এ বিভাগের সাবেক কৃতি শিক্ষার্থীবৃন্দ দেশ-বিদেশের সরকারী-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে উঁচুপদে অধিষ্ঠিত থেকে তাদের লব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন-অগ্রগতিতে অবদান রেখে চলেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads