• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
জাবিতে জাতির পিতার ৯৯ তম জন্মবার্ষিকী পালিত

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

জাবিতে জাতির পিতার ৯৯ তম জন্মবার্ষিকী পালিত

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মার্চ ২০১৯

স্বাধীন বাংলাদেশের স্থপতি ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (১৭ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়।

এদিন বঙ্গবন্ধুর জন্মদিনের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্চে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়।

সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত  উপাচার্য অধ্যাপক নুরুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। শোভাযাত্রাটি  শহীদ মিনার চত্ত্বর হয়ে প্রধান মহাসড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, সিন্ডিকেট ও সিনেট সদস্য, হল প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এরপর জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের নেতৃত্বে শাখা ছাত্রলীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। 

এদিকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘বঙ্গবন্ধু: স্মৃতিতে অবিনশ্বর’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads