• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে ভিসি কার্যালয়ের সামনে পাঁচ প্যানেলের অবস্থান

ছবি : সংগৃহীত

শিক্ষা

ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে ভিসি কার্যালয়ের সামনে পাঁচ প্যানেলের অবস্থান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ মার্চ ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল বাতিল এবং পুনঃতফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে ভোট বর্জনকারী পাঁচ প্যানেল। তবে কর্মসূচিতে ছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নূরুল হক নূর ও আন্দোলনের অন্যতম মুখপাত্র ভিপি প্রার্থী লিটন নন্দী। তারা অসুস্থ বলে জানা গেছে।

আজ সোমবার দুপুরে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় আন্দোলনকারীরা ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পদত্যাগসহ পাঁচ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানায়। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারী দেয় নির্বাচন বর্জনকারী প্যানেলগুলো।

এসময় ‘প্রহসনের নির্বাচন মানি না মানবো না, জ্বলছে রে জ্বলছে রক্তে আগুন জ্বলছে, এক দুই তিন চার, দালাল ভিসি গদি ছাড়, ভোট ডাকাতির বিরুদ্ধে গড়ে তুলি আন্দোলন, অবিলম্বে নির্বাচন দিতে হবে দিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন তারা।

রোকেয়া হল, কলা ভবন, ঢাবি লাইব্রেরি, মধুর ক্যান্টিন, ডাকসু ঘুরে মোহসীন হল হয়ে উপাচার্যের বাসভবনের সামনে থেকে মিছিলটি উপাচার্যের কার্যালয়ে এসে শেষ হয়। বেলা সোয়া ১২টার দিকে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের দাবিগুলো হলো- জালিয়াতির ডাকসু নির্বাচন বাতিল, পুনঃতফসিল ঘোষণা, ভিসির পদত্যাগ দাবি, মিথ্যা মামলা প্রত্যাহার, হামলাকারীদের শাস্তি নিশ্চিতকরণ।

এদিকে নির্বাচন বাতিলসহ পাঁচ দফা দাবিতে চলছে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচিও। তবে এতে শিক্ষার্থীদের তেমন সাড়া পাওয়া যায়নি। অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা স্বাভাবিক রয়েছে।

ভিসির কার্যালয়েরর সামনে অনুষ্ঠিত বিক্ষোভে জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজীর বলেন, গত ১১মার্চ যে কারচুপির নির্বাচন হয়েছে আমরা সে নির্বাচন প্রত্যাখ্যান করছি। এ নিবাচন ছিল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তামাশা। আমরা অবিলম্বে নির্বাচন বাতিল করে পুনঃতফসিল দাবি করছি। এসময় তিনি ভিসিসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের পদত্যাগ দাবি করেন।

নির্বাচন বর্জনকারী পাঁচটি প্যানেল হলো- কোটা সংস্কার আন্দোলন, প্রগতিশীল ছাত্র ঐক্য, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও ছাত্র ফেডারেশন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads