• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
চবিতে সাংবাদিকদের মেলা শুরু

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

চবিতে সাংবাদিকদের মেলা শুরু

  • চবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ মার্চ ২০১৯

দেশের ২৩টি বিশ্ববিদ্যালয়ের ২৭টি সংগঠনের সাংবাদিকদের নিয়ে আয়োজিত ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দুইদিন ব্যাপী এ  আয়োজনের সূচনা হয়।

সম্পর্কের পুনঃনির্মাণ, সমৃদ্ধির দিকে ধাবমান’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) আয়োজিত জার্নালিজম ফেস্ট এর প্রথম পর্ব শুরু হয় ব্যবসায় অনুষদ মিলনায়তনে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য বলেন, নিরপেক্ষ বলে কোনো কথা নেই। সংবাদের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও সত্যনিষ্ঠতা অবলম্বন করতে হবে। সংবাদের ক্ষেত্রে যাচাই-বাছাই করাটাই আসল। আজকের এই অসাধারণ কর্মযজ্ঞের আয়োজক চবিসাসের জন্য আমরা গর্বিত। আজকের এই আয়োজন শুধুমাত্র সাংবাদিক বন্ধুদের জন্য।

তিনি বলেন,গুটিকয়েক বিভ্রান্তিকর সাংবাদিকতার কারণে যেন গণমাধ্যমের মতো পবিত্র জায়গা কেউ কলুষিত না হয়, সেদিকে সজাগ থাকতে হবে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ সমস্ত অনৈতিকতার বিরুদ্ধে লিখতে হবে।

চবিসাসের সভাপতি সৈয়দ বাইজিদ ইমন বলেন, ক্যাম্পাস সাংবাদিকরা ন্যায়ের জন্য এক ছিল এক থাকবে। আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে প্রায় সময় বিপদের সম্মুখীন হয়। যারা বিপদ কাটিয়ে সাংবাদিকতা করে দিন শেষে তারাই সফল হয়।

চবিসাসের প্রচার, প্রকাশনা ও দফতর সম্পাদক জোবায়ের চৌধুরীর সঞ্চালনায় ও সভাপতি সৈয়দ বাইজিদ ইমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, গাজী টিভি ও সারাবাংলা ডট নেট’র নির্বাহী সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, প্রক্টর  প্রফেসর মো. আলী আজগর চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমেদ ও চবিসাসের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফয়সাল।

উল্লেখ্য, বাংলাদেশের ক্যাম্পাস সাংবাদিকদের সবচেয়ে বড় এই আসরে সর্বমোট ২৩টি বিশ্ববিদ্যালয়ের ২৭টি সাংবাদিক সংগঠন অংশগ্রহণ করেছে। এতে সম্মিলন ঘটেছে প্রায় আড়াই’শ ক্যাম্পাস সাংবাদিকের। উক্ত আয়োজনে রয়েছে আলোচনা সভা, লার্নিং সেশন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দু'দিন ব্যাপী এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আগামীকাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads