• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য প্রস্তাবে নুরের দ্বিমত

ছবি : সংগৃহীত

শিক্ষা

প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য প্রস্তাবে নুরের দ্বিমত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ মার্চ ২০১৯

দীর্ঘ ২৮ বছর পর আবার সচল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আজ শনিবার ডাকসুর কার্যকরী সভার মধ্য দিয়ে এর পথচলা শুরু হলো। প্রথম কার্যকরী সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বেলা ১১টায় শুরু হওয়া এ সভায় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য করার প্রস্তাব তোলেন জিএস গোলাম রাব্বানী। সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়।

তবে এ সময় এই সিদ্ধান্তে দ্বিমত জানান ডাকসু ভিপি নুরুল হক নুর। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সম্মানিত ব্যক্তি। এই বিতর্কিত নির্বাচনের মাধ্যমে যে ডাকসু, সেখানে তার মতো সম্মানিত ব্যক্তিকে সদস্য করা ঠিক হবে না। তার কথার সঙ্গে একমত প্রকাশ করেন সমাজসেবা সম্পাদকও।

সভা শেষে নুরুল হক সাংবাদিকদের জানান, আজকের কার্যকরী বৈঠক ছিল পরিচিতি পর্ব। সেখানে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। এই নির্বাচন একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন। এই নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করি না যে, মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে আজীবন সদস্য পদ ঘোষণা করা উচিত। সেই জায়গা থেকে আমিসহ কয়েকজন এই প্রস্তাবে বিরোধিতা করেছি।

এ বিষয়ে জিএস গোলাম রাব্বানী বলেন, যেখানে অধিকাংশ সদস্য মত দিয়েছেন সেখানে একজনের আপত্তি গ্রহণযোগ্য নয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, যে প্রস্তাব উঠেছে তা আমরা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবনের সদস্য করার বিষয়টি আগামী সভায় চূড়ান্ত করা হবে।

এ প্রস্তাব গৃহীত হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর শেখ হাসিনা হবেন ডাকসুর আজীবনের সদস্য হওয়া দ্বিতীয় ব্যক্তি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads