• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
এইচএসসির পাঁচ দিনের পরীক্ষার সময়সূচি পরিবর্তন

ফাইল ছবি

শিক্ষা

এইচএসসির পাঁচ দিনের পরীক্ষার সময়সূচি পরিবর্তন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ এপ্রিল ২০১৯

চলতি বছরের চলমান এইচএসসি পরীক্ষার সময়সূচির পরিবর্তন করেছে ঢাকা শিক্ষা বোর্ড।গতকাল রোববার ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ এপ্রিলের পরীক্ষাগুলো ৯ মে বিকেলে, ১৮ এপ্রিলের পরীক্ষা ১১ মে বিকেলে, ২২ এপ্রিলের পরীক্ষা ১২ মে বিকেলে নেওয়া হবে। এ ছাড়া ৪ মে ও ৬ মের পরীক্ষা একই দিন সকালের পরিবর্তে বিকেলে নেওয়া হবে।

এতে আরো বলা হয়, ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার বর্ণিত বিষয়ের সময়সূচি পরিবর্তন করা হলো। প্রকাশিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জিয়াউল হক বলেন, শবেবরাতের কারণে এক দিনের এবং পরীক্ষাগুলো পাশাপাশি পড়ে যাওয়ার শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে অন্য চার দিনের পরীক্ষা সূচি বদলে দেওয়া হয়েছে।

আগামী ২১ এপ্রিল দিবাগত রাতে বাংলাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। আর শবে বরাতের সরকারি ছুটি থাকবে ২২ এপ্রিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads