• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
৫৩ বছরে চবিতে মাত্র ৪ সমাবর্তন!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)

সংরক্ষিত ছবি

শিক্ষা

৫৩ বছরে চবিতে মাত্র ৪ সমাবর্তন!

  • জুবাইর উদ্দিন, (চবি)
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০১৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৩ বছর পার হলেও সমাবর্তন হয়েছে মাত্র ৪টি। গড় হিসেবে প্রায় ১৩ বছরে সমাবর্তন হয়েছে মাত্র একবার। এ নিয়ে সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া সব শিক্ষার্থীরই স্বপ্ন থাকে গায়ে কালো গাউন জড়িয়ে মাথায় ক্যাপ পরে বিদায় নেওয়ার। কিন্তু অধরা এই স্বপ্ন বুকে নিয়েই বিদায় নেন চবি অধিকাংশ শিক্ষার্থী। অনিয়মিত সমাবর্তনের কারণে বিদায়বেলায় সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে না।

জানা যায়, প্রতিষ্ঠার ২৮ বছর পর ১৯৯৪ সালে সর্বপ্রথম সমাবর্তন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পরে ১৯৯৯ সালে দ্বিতীয় এবং ২০০৮ সালে তৃতীয় সমাবর্তন হয়। সর্বশেষ ২০১৬ সালের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয় চতুর্থ সমাবর্তন। এ সমাবর্তনে ২০০৪ ২০১০ সাল পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ স্নাতক ও স্নাতকোত্তর এবং ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ পিএইচডি/এমফিল/এমডি, এমএস, এমফিল, এমপিএইচ (চিকিৎসাবিজ্ঞান)/এমএ (ইআইটি)/এমবিবিএস/ বিডিএস/বিএসসি ইন টেঙ্টাইল ইঞ্জিনিয়ারিং, ডিজিও, ডিঅর্থ, ডিএলও, ডিসিও, ডিসিএইচ, ডিএ, ডিকার্ড, ডিডিডি (চিকিৎসাবিজ্ঞান) বিএসসি ইন নার্সিং পোস্ট বেসিক/পাবলিক হেলথ নার্সিং/সাধারণ ডিগ্রি অর্জনকারীদের ৭ হাজার ১৯৪ জন গ্র্যাজুয়েট। এছাড়া নয়জন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে চ্যান্সেলর পদক এবং ২৫ জন পিএইচডি ও ১৩ জন গবেষককে দেওয়া হয় এমফিল ডিগ্রি। আট বছর ধরে যারা এই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন, পার হয়ে গেছেন বিশ্ববিদ্যালয়ের গণ্ডি তারা কেউ এখনো যোগ দিতে পারেননি তাদের কাঙ্ক্ষিত সমাবর্তনে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর বলেন, ‘বিশ্বের সব দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়েই প্রতিবছর সমাবর্তন অনুষ্ঠিত হয়। কিন্তু আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর  ক্ষেত্রে তেমনটা হয়ে উঠে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থানের কারণেও এটি কঠিন হয়ে পড়ে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads