• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
‘সব প্রাথমিক স্কুলে শিগগিরই মিড ডে মিল চালু’

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

ছবি : সংগৃহীত

শিক্ষা

‘সব প্রাথমিক স্কুলে শিগগিরই মিড ডে মিল চালু’

  • মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০১৯

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, সারা দেশে সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে অচিরেই ‘মিড ডে মিল’ চালু করবে সরকার। বঙ্গবন্ধুর হাত ধরেই এ দেশে প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে। এরপর বিভিন্ন সরকার ক্ষমতায় এলেও শিক্ষা বিস্তারে এগিয়ে আসেনি কেউ, তবে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতা এসে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন বঙ্গবন্ধুর যোগ্য কন্যা শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত মাল্টিপারপাস কাম সাইক্লোন সেল্টার ভবন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পটুয়াখালী -১ আসনের এমপি মো. শাহজাহান মিয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন, ইউএসআইডি’র মিশন ডিরেক্টর ডিরেক ব্রাউন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভাগীয় উপপরিচালক এসএম ফারুক, পটুয়াখালী সহকারী পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী, মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি (অ.দা) প্রমুখ।

মো. জাকির হোসেন বলেন, কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতে এসে যেন অভুক্ত না থাকে সেজন্য বর্তমান সরকার প্রথমে ১০৪টি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূলে ‘মিড ডে মিল’ চালু করেছে, যা পর্যায়ক্রমে সারা দেশে চালু করা হবে। এ সময়ে তিনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম ও সহকারী শিক্ষকদের কাঙ্ক্ষিত বেতন গ্রেড প্রদান করার আশ্বাস দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads