• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
৪৬ দিনের ছুটিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এসএম ইমামুল হক

সংগৃহীত ছবি

শিক্ষা

৪৬ দিনের ছুটিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০১৯

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মেয়াদকাল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এসএম ইমামুল হককে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এমন তথ্য জানানো হয়েছে।

ওই আদেশে বলা হয়,১১ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এসএম ইমামুল হকের ব্যক্তিগত ও প্রশাসনিক প্রয়োজনে ৪৬ দিনের ছুটি মঞ্জুর করে। উপাচার্যের অনুপস্থিতিতে ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহাবুব হাসান নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

এই আদেশ রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জারি করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

এদিকে এই খবরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লাস করেছেন। প্রায় ৩৫দিন ভিসির পদত্যাগ ও পরে তাকে বাধ্যতামুলক ছুটিতে পাঠানোর দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতা লোকমান হোসেন ও শফিকুল ইসলাম জানান, ‘দুর্নীতিবাজ ও রাজাকার’ এই ভিসিকে তার মেয়াদকাল পর্যন্ত ছুটি দেওয়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, শিক্ষার্থীদের ত্যাগের ফল পেয়েছি আমরা।

উল্লেখ্য, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আয়োজন সম্পর্কে শিক্ষার্থীদের না জানানোর কারণ জিজ্ঞাসা করলে তাদের রাজাকারের বাচ্চা বলে গালি দেন ভিসি। এর প্রতিবাদে টানা ৩৫ দিন ধরে আন্দোলন করে শিক্ষার্থীরা। ভিসির পদত্যাগ, অপসরাণ অথবা মেয়াদকাল পর্যন্ত ছুটির দাববিতে সড়ক অবরোধ, বিক্ষোভ, মশাল মিছিল, কুশপুত্তলিকা দাহ, রক্ত দিয়ে ভিসি বিরোধী নানা শ্লোগান লেখা, আমরণ অনশন, ক্লাশ ও পরীক্ষা বর্জনসহ নানা কর্মসূচি পালন করে আসছিল শিক্ষার্থীরা।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads