• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
রাবিতে ডিএনএ ও জিনোম রিসার্চ সম্মেলন শুরু

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

রাবিতে ডিএনএ ও জিনোম রিসার্চ সম্মেলন শুরু

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ০২ মে ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দু’দিনব্যাপী ‘ন্যাশনাল কনফারেন্স অন ডিএনএ অ্যান্ড জিনোম রিসার্চ ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইন এগ্রিকালচারাল অ্যান্ড হেলথ’ বিষয়ে সম্মেলন শুরু হয়েছে। বায়োইনফরমেটিক্স রিসার্চ গ্রুপ এবং সায়েন্স ক্লাবের যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকালে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে সম্মেলনের উদ্বেধন করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

সম্মেলনে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম, টিএমএসএস এর প্রতিষ্ঠাতা ড. হোসনে আরা বানু, সম্মেলনের আহবায়ক ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল হক মোল্লা এবং সহ-আহবায়ক ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক. ড. আবু রেজা।

সম্মেলনের উদ্বোধন শেষে প্রথম দিন কি-নোট স্পীকার করেন সেন্ট্রাল ফর ভেক্সিন সায়েন্স ঢাকার ইমিরেটাস সাইন্টিস্ট অ্যান্ড সাবেক ডিরেক্টর ড. ফেরদৌসী কাদরী, ঢাবির প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হাসিনা খান এবং সাবেক অধ্যাপক ড. সৈয়দ সালেহিন কাদরী।

সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৫টি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন গবেষক ও শিক্ষকসহ প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads