• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ফোন চুরির অভিযোগে হল ছাড়া জাবির ছাত্রলীগ নেতা

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

ফোন চুরির অভিযোগে হল ছাড়া জাবির ছাত্রলীগ নেতা

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ মে ২০১৯

মোবাইল ফোন চুরির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের এক নেতাকে হল ছাড়া করেছে সংগঠনের নেতা-কর্মীরা। অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম কৌশিক রহমান শিমুল। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর (৪২ ব্যাচ) শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক এবং ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক।

অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ও ৩১২ নং রুমে থাকতেন বলে জানা যায়। সোমবার (৬ মে) দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩৩০ নম্বর কক্ষ থেকে ছাত্রলীগ কর্মী ফিরোজ মাহমুদ সরকারের শাওমি নোট ফাইভ ব্রান্ডের একটি মুঠোফোন চুরি হয়। সন্দেহের ভিত্তিতে কৌশিক রহমান শিমুলের কক্ষে খোঁজাখুঁজি করতে যান ছাত্রলীগের ৫-৬ জন নেতাকর্মী।

এ সময় নিজের কক্ষ থেকে ছাত্রলীগ নেতা-কর্মীদের জোর করে বের করে দেন অভিযুক্ত কৌশিক রহমান শিমুল। পরে হলের ওয়াশরুমের কাছে গিয়ে মুঠোফোনটি ফেলে দেওয়ার চেষ্টাকালে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে হাতেনাতে ধরেন। এরপর রাত আড়াইটা পর্যন্ত বিষয়টি নিয়ে আলোচনা করেন হল ছাত্রলীগের সভাপতি প্যানেলের নেতাকর্মীরা। আলোচনা শেষে তাকে হল থেকে বের করে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে অভিযোগকারী ফিরোজ মাহমুদ সরকার বলেন, ‘রাত সাড়ে বারোটার দিকে রুম থেকে আমার ফোন হারিয়ে যায়। পরবর্তীতে আমিসহ কয়েকজন ছোট ভাই সন্দেহভাজন শিমুলের কাছে থেকে চুরি হওয়া ফোনটি উদ্ধার করি।’

অভিযোগের বিষয়ে জানতে কৌশিক রহমান শিমুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, 'যার বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং যে অভিযোগ তুলছে দুইজনই ছাত্রলীগের রাজনীতি করে। যদি এমন কিছু ঘটে থাকে তবে আমাকে সেটা জানানো উচিৎ ছিল। কিন্তু এখনো পর্যন্ত আমাকে কেউ কিছু জানায়নি। আমাকে জানালে বিষয়টা দেখব।'

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ফরিদ আহমেদ বলেন, ‘এমন একটি ঘটনা শুনেছি। আমাকে না জানিয়ে অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার কথা শুনেছি। এটা ঠিক হয়নি। বিষয়টি নিয়ে আমরা বসবো ও বিস্তারিত জেনে সিদ্ধান্ত নেব।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads