• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
নিষ্প্রাণ চবিতে ফিরেছে প্রাণ

সংগৃহীত ছবি

শিক্ষা

নিষ্প্রাণ চবিতে ফিরেছে প্রাণ

  • চবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জুন ২০১৯

বর্ষাকালীন ছুটি, পবিত্র রমজান, শবে কদর, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ৩৫ দিন বন্ধ থাকার পর রোববার (১৬ জুন) খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এর মাধ্যমে এক মাসেরও বেশি সময় ধরে নিষ্প্রাণ থাকা ক্যাম্পাসে ফিরেছে প্রাণ।

এছাড়া শুরু হচ্ছে ক্লাস ও পূর্ব নির্ধারিত পরীক্ষা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শাটল ও ডেমু ট্রেনও চলাচল করবে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন।

তিনি বলেন, বর্ষাকালীন ছুটি, পবিত্র রমজান, শব-ই-কদর, পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে।

এ দিকে বিশ্ববিদ্যালয়ের শাটল ও ডেমু ট্রেন শুক্রবার (১৪ জুন) থেকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালু হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আলী আজগর বলেন, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন শুক্রবার থেকে নিয়মিত শিডিউলে চলাচল করবে।

অন্য দিকে ছুটি শেষ হওয়ায় আবাসিক হলগুলো ও ক্যাম্পাসে অবস্থিত ব্যক্তি মালিকানাধীন কটেজগুলোতে ফিরতে শুরু করেছে ঈদের ছুটি কাটাতে বাড়ি যাওয়া শিক্ষার্থীরা। ফলে শিক্ষার্থীদের পদচারণায় ধীরে ধীরে মুখরিত হচ্ছে সবুজের ক্যাম্পাস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads