• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
চবিতে দুইদিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শুরু শুক্রবার

সংগৃহীত ছবি

শিক্ষা

চবিতে দুইদিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শুরু শুক্রবার

  • চবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জুন ২০১৯

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতিবছরের মতো দুইদিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন 'চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি' (সিইউডিএস)।

দুইদিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার ১ম দিন অনুষ্ঠিত হবে শুক্রবার (১৪ জুন) সকালে চবি আইন অনুষদে এবং প্রতিযোগিতাটির ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে শনিবার (১৫ জুন) বিকালে চবি চারুকলা ইন্সটিটিউটে।

আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের বাংলা সংসদীয় ধারার ট্যাব ফরম্যাটে (৪ রাউন্ড প্রিলিমিনারি) এ বিতর্ক প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩২টি দল অংশ নেবে।

'আসুন বায়ু  দূষণ রোধ করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৫ জুন উদযাপিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এরই ধারাবাহিকতায় আগামী ১৪-১৫ই জুন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের সার্বিক পৃষ্ঠপোষকতায় চিটাগাং ইউনিভার্সিটি   ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) আয়োজন করতে যাচ্ছে 'ডিওই-সিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব-১৯'।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

আরও থাকবেন চবি প্রক্টর আলী আজগর চৌধুরী ও চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. এবিএম আবু নোমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এর সভাপতি হিমাদ্রি শেখর নাথ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads