• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
বিদ্যালয়ের জায়গা দখলমুক্ত করল প্রশাসন

চকরিয়ায় কৈয়অরবিল ইসলামনগর চৈয়দ হোসাইন চৌদূরী উচ্চ বিদ্যালয়ের মালিকানাধীন জায়গা দখল করে নির্মিত তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

বিদ্যালয়ের জায়গা দখলমুক্ত করল প্রশাসন

  • চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জুন ২০১৯

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকার ছৈয়দ হোসাইন চৌধূরী উচ্চ বিদ্যালয়ের মালিকানাধীন জায়গা জবর দখল করে নির্মিত তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। অবৈধ দখলদারদের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষের উচ্ছেদ মামলার প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে চকরিয়া উপজেলা প্রশাসন

আজ মঙ্গলবার (১৮ জুন) দুপুরে এ উচ্ছেদ অভিযান চালায়। এ সময় বোল্ড ড্রোজার দিয়ে তিনটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে বিদ্যালয়ের মালিকানাধীন প্রায় ৬০ শতক জায়গা দখলমুক্ত করা হয়।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাতের নের্তৃত্বে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা এ উচ্ছেদ অভিযান চালায়। এ সময় চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী ও চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর এলাকার ছৈয়দ হোসাইন চৌধূরী উচ্চ বিদ্যালয়ের নামে ১ নম্বর খাস খতিয়ানভূক্ত ৯০ শতক জমি রয়েছে। এ জমির মধ্যে প্রায় ৬০ শতক জমি জবর দখলে নিয়ে তিনটি অবৈধ বসতি নির্মাণ করে দখলদাররা। এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষের উচ্ছেদ মামলার প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ অভিযান চালানো হয়। এদিকে বিদ্যালয়ের জায়গা দীর্ঘদিন পর দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্থরের লোকজন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads