• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
জাকসুর দাবিতে জাবিতে মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

জাকসুর দাবিতে জাবিতে মানববন্ধন

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ২০ জুন ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

আজ বৃহস্পতিবার ‘শিক্ষার্থীদের অধিকার আদায়ে জাকসু নির্বাচন চাই’ শীর্ষক ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাবি শাখার আহ্বায়ক শাকিল উজ্জামান বলেন, ‘দীর্ঘ ২৭ বছর যাবত জাবিতে জাকসু নির্বাচন হচ্ছে না। যার কারণে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। ক্ষমতাশীন ছাত্র নেতাদের কারণে জিম্মি নবীন শিক্ষার্থীরা, অবৈধভাবে উন্নয়ন ফির নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করে নিচ্ছে প্রশাসন।’

যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ বলেন, ‘বিশ্ববিদ্যালয় সর্বত্র স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী বিরোধী দুটি ধারা শৃঙ্খলা অধ্যাদেশে যুক্ত করেছে। এ জন্য কথা বলার কিংবা প্রতিবাদ করার জন্য কোনো ছাত্র প্রতিনিধি নেই। তাই অনতিবিলম্বে জাকসু নির্বাচন চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন দিতে পারলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন জাকসু নির্বাচন দিচ্ছে না?’

সমন্বয়ক আবু সাঈদ বলেন, ‘জাকসু না থাকার কারণে জবাবদিহিতার তীব্র অভাব বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ে। ফলে শিক্ষকদের স্বৈরতান্ত্রিক মনোভাব দিনের পর দিন তীব্রতর হচ্ছে। যে শিক্ষক শিক্ষার্থীদের ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখে ক্লাস নিতে আসে, সেই শিক্ষকই আবার দুই মিনিট দেরি করে কোনো শিক্ষার্থী ঢুকলে তাকে ক্লাস থেকে বের করে দেয়।’

মানববন্ধনে সংগঠনটির অন্যান্য নেতারাসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads