• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ইবির পরিবহন পুলে চার নতুন গাড়ি উদ্বোধন

সংগৃহীত ছবি

শিক্ষা

ইবির পরিবহন পুলে চার নতুন গাড়ি উদ্বোধন

  • ইবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জুন ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে যুক্ত হল চারটি নতুন গাড়ি। এর মধ্যে দুইটি মিনিবাস, একটি অ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাস। আজ সোমবার দুপুরে গাড়িগুলোর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

বিশ্ববিদ্যালয় পরিবহন অফিস সূত্রে জানা যায়, শিক্ষক ও কর্মকর্তাদের জন্য দুইটি মিনিবাস (এসি কোস্টার), বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিকল্পনা দপ্তরের জন্য একটি মাইক্রোবাস (এসি হাইচ) ও মেডিকেল সেন্টারের অধীনে একটি অ্যাম্বুলেন্সের (এসি হাইচ) উদ্বোধন করা হয়েছে। তবে যানবাহনগুলি পরিচালনার জন্য নীতিমালা এখনো প্রণয়ন করা হয়নি বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম বলেন, ‘বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের পরিবহন সমস্যা নিরসনে যে উদ্যোগ গ্রহণ করেছে এটি তারই অংশ। আমরা মোট সাতটি গাড়ি কিনবো।এর মধ্যে আজ চারটি উদ্বোধন হলো আর বাকি তিনটি দ্রুতই আসবে। এছাড়া বিআরটিসির সঙ্গে চুক্তি করে আরও বেশ কয়েকটি গাড়ি লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলকে স্বয়ংসম্পূর্ণ ও আত্মনির্ভরশীল করে বাজেট ঘাটতি কমাতে চাই। এর মাধ্যমে ছাত্র-শিক্ষক-কর্মকর্তাদের জন্য পরিবহন সেবার ক্ষেত্রটি সম্পসারিত করতে চাই।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads