• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সড়ক দুর্ঘটনার শিকার ইবির শিক্ষার্থী বহনকারী বাস

সংগৃহীত ছবি

শিক্ষা

সড়ক দুর্ঘটনার শিকার ইবির শিক্ষার্থী বহনকারী বাস

  • ইবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জুন ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী বহনকারী ভাড়ায় চালিত একটি বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে এক অটোরিক্সা চালক গুরুতর আহত হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার বটতৈল বিআরবি শিল্প এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে, সোমবার সকাল ১০টায় ক্যাম্পাস ট্রিপে যাত্রীসহ কুষ্টিয়া শহর ছাড়ে ‘রাজধানী’ নামের একটি বাস। বাসটি বটতৈল এলাকায় পৌঁছালে বিআরবি শিল্প এলাকার অভ্যন্তরীণ রাস্তা থেকে মহাসড়কে উঠতে থাকা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিক্সার চালক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে বাসে আরোহনকারী শিক্ষার্থীরা নিরাপদ আছে বলে জানা গেছে।

এ বিষয়ে পরিবহন অফিসের এক কর্মকর্তা দুর্ঘটনার কথা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় বাসের কোনো ক্ষতি হয়নি এবং গাড়িতে থাকা শিক্ষার্থীরাও নিরাপদ আছে।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads