• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
আঠারো মাস ধরে মানবেতর জীবনযাপন ছাত্রীদের

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

জাবির বঙ্গমাতা মুজিব হল

আঠারো মাস ধরে মানবেতর জীবনযাপন ছাত্রীদের

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ জুলাই ২০১৯

প্রায় ১৮ মাস ধরে মানবেতর জীবনযাপন করে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের শতাধিক ছাত্রী। দিনের পর দিন হলে আবাসন সুবিধা থেকে বঞ্চিত থাকায় পড়াশোনায় ব্য‍ঘাত ঘটছে। সেই সাথে দেখা দিয়ে নানা রোগের প্রকোপ। অন্যদিকে ডাইনীং সুবিধা না থাকায় ছাত্রীদের খাবার গ্রহণে সমস্যাও দেখা দিয়েছে। তাই বাধ্য হয়ে আবাসন সুবিধার দাবিতে মানববন্ধন করেছে হলটির শতাধিক ছাত্রী। 

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে হলটির ৪৭ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাবনবন্ধনে শিক্ষার্থীরা দাবি করেন, প্রশাসন মিথ্যা আশ্বাস দিয়েই আসছে। গেল ঈদের পর সিট দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোন উদ্যোগ নেন নি তারা। এ বিষয়ে প্রভোস্ট ও উপাচার্য বরাবর আবেদন দিয়েও কোন উত্তর পাইনি। যে কারণে আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি।

মানববন্ধনে অংশ নেওয়া নৃবিজ্ঞান বিভাগ ৪৭ ব্যাচের খাদিজাতুল কোবরা সেপু বলেন, আমরা বঞ্চিত অনেক দিন ধরে। এভাবে আর কতদিন সিট ছাড়া থাকা যায়। আমরা হলে একটি সিট চাই। আমরা প্রায় ১৮ মাস ধরে হলের গণরুমে আছি। একটি গণরুমে ১১৪ জন একসাথে থাকা আর সম্ভব হচ্ছে না।

আইন ও বিচার বিভাগ ৪৭ ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া বলেন, প্রশাসনের দায়িত্বহীনতার কারণে এমনটি হচ্ছে। তারা হলে সিট না দেখেই কেন বরাদ্দ দিল? আমাদের ব্যাচের বন্ধুরা অন্যান্য হলে সিট পেয়েছে। তবে কেন আমাদের এই অবস্থা? আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে এবং রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছি।

এ বিষয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক মোহা. মুজিবুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads