• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
শিক্ষককে পুড়িয়ে হত্যাচেষ্টায় মানববন্ধন

শিক্ষকের গায়ে কেরোসিন ঢেলে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

জবি শিক্ষক সমিতি

শিক্ষককে পুড়িয়ে হত্যাচেষ্টায় মানববন্ধন

  • জবি প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ জুলাই ২০১৯

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) শিক্ষকের গায়ে কেরোসিন ঢেলে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি।

আজ মঙ্গলবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইউএসটিসিতে শিক্ষকের ওপর কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টায় বিভাগেরই কিছু ছাত্র এবং শিক্ষক জড়িত রয়েছে, যারা নিয়মিত ক্লাস করত না এবং ক্লাস নিত না। এ হত্যা চেষ্টায় জড়িত সবাইকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছি।

জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রাণীর সভাপতিত্বে এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য প্রধান করেন- শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মদ, সাউথ এশিয়ান স্টাডি সার্কেলের পরিচালক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে এর সুষ্ঠু বিচার দাবি করে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) শিক্ষক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন ঢেলে দিয়েছে একদল শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার পর বছরখানেক আগে ইউএসটিতে ইংরেজি বিভাগের উপদেষ্টা হিসেবে যোগ দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads