• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
‍প্রশ্নপত্রে সেফুদা, ধর্মীয় শিক্ষক বরখাস্ত

ছবি : সংগৃহীত

শিক্ষা

‍প্রশ্নপত্রে সেফুদা, ধর্মীয় শিক্ষক বরখাস্ত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ জুলাই ২০১৯

রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষায় ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’র প্রশ্নপত্রে সমালোচিত ফেসবুকার বিকৃত মস্তিষ্কের সিফাত উল্লাহ মজুমদারের (সেফুদা) মদ্যপানের বিষয় উল্লেখের ঘটনায় সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক জাহিনুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির একজন ভাইস প্রিন্সিপ্যালকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রতিষ্ঠান থেকে একজন ভাইস প্রিন্সিপ্যালকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

প্রসঙ্গত, রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষায় ইসলাম ও নৈতিক শিক্ষার প্রশ্নপত্রে সিফাত উল্লাহ মজুমদারের (সেফুদা) মদ্যপানের বিষয়টি উল্লেখ করে একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়।

প্রতিষ্ঠানটিতে গত সোমবার (৮ জুলাই) ওই প্রশ্নপত্রে ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষার পর এই প্রশ্নপত্র ফেসবুকে ছড়িয়ে পড়ে। ধর্ম ও নৈতিক শিক্ষার প্রশ্নপত্রে একজন বিতর্কিত ব্যক্তিকে উপস্থাপন কেন করা হয়েছে, তা নিয়ে ফেসবুকে বিতর্ক চলতে থাকে। এরই একপর্যায়ে সংশ্লিষ্ট শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রশ্নপত্রটিতে দেখা গেছে, শিক্ষক লিখেছেন ‘অদ্ভুত এক ধরনের মানুষ সেফাতুল্লাহ সেফুদা। সোশ্যাল মিডিয়ায় সে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে। তরুণদের উদ্দেশে সে বলে, মদ খাবি মানুষ হবি। দেখ আমি আরো এক গ্লাস খাইলাম। তার কথার প্রতিবাদ করে একজন বিজ্ঞ আলেম বললেন, তার মধ্যে যদি ইমানের সর্ব প্রথম ও সর্বপ্রধান প্রভাব পরিলক্ষিত হতো, তাহলে সে হয়ে উঠত একজন আত্মসচেতন ও আত্মমর্যাদাবান ব্যক্তি।’

সেফুদার এ বিষয়টি নিয়ে এক নম্বর প্রশ্নের সৃজনশীল ‘ক’ নম্বরে বলা হয়েছে ‘আকাইদ কী?,

‘খ’ নম্বরে বলা হয়েছে, ‘ইসলামের নাম ইসলাম রাখা হয়েছে কেন?’ ‘গ’ নম্বরে বলা হয়েছে, ‘বিজ্ঞ আলেমের বক্তব্যে যে বিষয়টি ফুটে উঠেছে, তা আমাদের জীবনে কী প্রভাব ফেলতে পারে তা ব্যাখ্যা করো’। ‘ঘ’ নম্বর প্রশ্নে বলা হয়েছে, তরুণদের উদ্দেশে দেওয়া সেফুদার বক্তব্য কীসের শামিল? এর ফল বিশ্লেষণ করো।

উল্লেখ্য, সেফুদা একজন বিতর্কিত ফেসবুকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করে আলোচনায় আসেন তিনি। বিভিন্ন লাইভে কথা বলার সময় তার কিছু বিশেষ সংলাপ বিতর্কিত ও আকর্ষণীয় হয়ে ওঠে। অস্ট্রিয়া প্রবাসী সেফুদার গ্রামের বাড়ি চাঁদপুর। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ১৯৯০ সাল থেকে অস্ট্রিয়ার রাজধানীর ভিয়েনায় বসবাস করছেন। তার পরিবারের দেওয়া তথ্যমতে, তিনি মানসিক রোগে আক্রান্ত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads