• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
অপরিকল্পিত হল নির্মাণ বন্ধের দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি: বাংলাদেশের খবর

শিক্ষা

অপরিকল্পিত হল নির্মাণ বন্ধের দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জুলাই ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকৃতি, পরিবেশ ও গাছপালা ধ্বংস করে সঠিক ব্যবস্থা ছাড়াই অপরিকল্পিতভাবে ছাত্রদের নতুন তিনটি ১০তলা বিশিষ্ট হল নির্মাণ হচ্ছে বলে দাবি করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এরই প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরণো প্রশাসনিক ভবনের সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘উঁচু দালান নির্মাণ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের প্রতীক নয়। পাঁচ তলা বিশিষ্ট রবীন্দ্রনাথ ঠাকুর হলের আশেপাশে অপরিকল্পিতভাবে যে তিনটি ১০ তলা হল নির্মিত যাচ্ছে এতে কোনো খেলার মাঠ নেই, আলো বাতাসের পর্যাপ্ত সুবিধা নেই।

তারা বলেন, ‘নতুন নতুন হল নির্মাণ করার পরিকল্পনা করা হচ্ছে অথচ হলে কোনো রিডিং রুম নেই, খাবারের সঠিক ব্যবস্থা নেই, ক্যান্টিন নেই, হলের ডিজাইনে আয়তন ছোটো করে ফেলা হয়েছে। এতো সমস্যা সমাধানে প্রশাসনের কোনো উদ্যোগ নেই। উন্নয়নের নামে নতুল হল দিয়ে আবার প্রকৃতি ধ্বংসের ব্যবস্থা করা হচ্ছে।’

এ সময় রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থী মাঈনুদ্দিন মাঈনু বলেন, যেখানে ১০ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হচ্ছে সেখানে রয়েছে সুন্দর লেক ও প্রাণীকূলের জন্য উপযুক্ত আবাসস্থল। এছাড়াও রয়েছে অনেক ওষুধি ও সবুজ গাছপালা। অথচ প্রশাসনের খামখেয়ালিপনায় নির্মাণ করা হচ্ছে অপরিকল্পিত দালান।

মানববন্ধনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে উপস্থিত হন। যেখানে লেখা ছিল, ‘মাঠে থাকবে বল, মাঠে কেন হল’, ‘হল চাই হল হবে, বন রক্ষাও করতে হবে’, ‘খেলার মাঠ ধ্বংস করে হল নির্মাণ চলবে না’, ‘শিক্ষার সাথে সৌন্দর্য জাহাঙ্গীরনগরের ঐশ্বর্য’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads