• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

শিক্ষা

রাবিতে পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জুলাই ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একের পর এক ছিনতাইয়ের ঘটনায় ক্যাম্পাসের অভ্যন্তরে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষাথীরা। আজ সোমবার দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মাহাবুবুল আলম সঞ্চালনায় বক্তারা বলেন, ক্যাম্পাসে ভিআইপিদের জন্য নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তাদের জন্য সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের জন্য কিছুই নেই? অথচ শিক্ষার্থীদের আগে নিরাপত্তা দেওয়া উচিত ছিল। এতেই বোঝা যায়, প্রশাসন জেগে জেগে ঘুমাচ্ছে তারা দেখেও না দেখার ভান করে।

শিক্ষার্থীরা প্রশ্ন রেখে বলেন, বিশ্ববিদ্যালয় উন্নয়নের জন্য প্রশাসন হাজার হাজার কোটি টাকা দিয়ে মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে। এই উন্নয়ন কাদের জন্য? ৩৮ হাজার শিক্ষার্থীর যেখানে নিরাপত্তার স্থান নেই, তথাকথিত মাস্টার প্ল্যান চাই না।

শিক্ষার্থীরা আরও বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মচারী ৪ বোতল ফেন্সিডিলসহ ধরা পড়ে। আবার সে কর্মচারী পরের দিন শিক্ষার্থীদের সাথে বসে চা পান করে। সে ক্যাম্পাসে কীভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে।

এ দিকে জীবনের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ইসলামের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাসির উদ্দিন।

নিরাপত্তার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, সম্প্রতি কিছু অঘটনের ফলে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশা করছি এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads