• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

ফাইল ছবি

শিক্ষা

এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ জুলাই ২০১৯

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের প্রকাশিত ফলে গড় পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা উভয়ই বেড়েছে।

আজ বুধবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রকাশিত ফলে চলতি বছরে আটটি সাধারণ শিক্ষাবোর্ড, মদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৭৩.৯৩ শতাংশ। গতবার এটি ছিল ৬৬.৬৪ শতাংশ।

অপরদিকে চলতি বছরে জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন। গতবার পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন। অর্থাৎ গতবারের চেয়ে এ বছর ১৮ হাজার ২৪ জন শিক্ষার্থী বেশি জিপিএ-৫ পেয়েছেন।

এবছরের জিপিএ-৫ এর শতকরা হার ৩.৫৪ শতাংশ। গতবছর যা ছিল ২.২৭ শতাংশ।

উল্লেখ্য, গত ১ এপ্রিল সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৯ হাজার ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads