• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ছাত্রী শ্লীলতাহানির বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ছাত্রী শ্লীলতাহানির বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

ছাত্রী শ্লীলতাহানির বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

  • নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জুলাই ২০১৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের মেসের নিরাপত্তা চেয়ে ও দোষীর ছবি দেখে বিচার এর আওতায় এনে বিচার এর দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ৪টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রশাসনিক ভবনের নিচে শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ করে। আন্দোলনকারীরা কয়েকটি দাবিতে বিক্ষোভ করে যার মধ্যে গত ২৪ জুলাই ভোর রাতে বিশ্ববিদ্যালয়ের চাকমাপল্লীতে রিনা মঞ্জিলে অজ্ঞাত এক ব্যক্তি গেটের ভিতরে ভোর রাতে একা শারীরিক বাজে কার্যক্রম করতে দেখা গেছে যা সিসি টিভির ফুটেজে ধরা পড়েছে। ভিতরে অবস্থান করা নারী শিক্ষার্থীরা আতংকিত হয়ে পরে। পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং মেস মালিককে জানায় । এ নিয়ে মেস মালিক আব্দুল খালেক ২৪ নভেম্বর রাত ৯টার দিকে ত্রিশাল থানায় একটি অভিযোগ করেন । যা এখনো আমলে নিয়ে মামলা দায়ের হয় নি।

শিক্ষার্থীরা তাদের দেয়া বক্তব্যে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছবি দেখে অপরাধীকে বিচার এর আওতায় আনতে হবে, প্রত্যেক ছাত্র/ছাত্রীবাস গুলোতে নিরাপত্তা বাড়াতে হবে এবং ৩ মাসের মধ্যে শিক্ষার্থীদের নতুন হলে আবাসনের ব্যবস্থা করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধী গ্রেপ্তার না হলে প্রশাসনিক ভবনে তালা লাগানোর ঘোষণাও দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা ।

এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর মোঃ নজরুল ইসলাম, সহ-প্রক্টর শাহজাদা আহসান হাবিব, ছাত্র উপদেষ্টা শেখ সুজন আলী, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মাহমুদ হাসান ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম বাবু ।

এবিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর মোঃ নজরুল ইসলাম বলেন শিক্ষার্থীদের যৌক্তিক দাবীগুলো বাস্তবায়ে কাজ করার নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। পাশাপাশি বিচার নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি আমরা।

মেস মালিক মোঃ আব্দুল খালেক বলেন আমি গতকাল(২৪জুলাই) রাতে থানায় অভিযোগ দিয়েছি। ভিতরে নিরাপত্তা আরো বাড়ানোর ব্যবস্থা করছি ।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মাহমুদ হাসান বলেন আমরা একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। মামলা গ্রহণ করা হয়েছে কিনা প্রশ্নে বলেন এটি অভিযোগ আকারে আছে তদন্ত শেষে মামলা গ্রহণ হবে আর মামলা নিতেও আমাদের সমস্যা নেই। আমরা অতি দ্রুত এই নিয়ে কাজ শুরু করবো ।

এর আগে দুপুর ২টা ৩০ মিনিটে ভারপ্রাপ্ত প্রক্টর মোঃ নজরুল ইসলাম, এর সাথে দুজন সহকারী প্রক্টর ঘটনাস্থল পরিদর্শন করে আসেন ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads