• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
রাবি ক্যাম্পাসকে মাদকমুক্ত করার দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

রাবি ক্যাম্পাসকে মাদকমুক্ত করার দাবিতে মানববন্ধন

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ আগস্ট ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) মাদকমুক্ত ক্যাম্পাসের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সামাজিক সংগঠন ‘বন্ধন’ আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান তারা।

সমাজবিজ্ঞান বিভাগের মিজানুর রহমানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু বলেন, বিশ্ববিদ্যালয় হলো উচ্চ শিক্ষা কেন্দ্র। যেখানে মেধা আহরণ করতে মেধাবী শিক্ষার্থীরা অধ্যয়ন করে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় অনেক মেধাবী শিক্ষার্থী মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। যার ফলে তারা নানা অপকর্মে জড়িয়ে যাচ্ছে। তাই শিক্ষার্থীরা কেন মাদকের দিকে ঝুঁকছে সে কারণগুলো আমাদের জানতে হবে। পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসনসহ সকল শিক্ষার্থীদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মচারী মাদক ব্যবসার সাথে যুক্ত। তাদের মাধ্যমে আবাসিক হলসহ ক্যাম্পাসের অভ্যন্তরে নেশাজাতীয় মাদক সরবরাহ করে থাকে। যার কারণে শিক্ষার্থীরা অতি সহজেই মাদক সেবন করতে পারছে। তাই মাদক সরবরাহকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

এসময় সংগঠনটির আহ্বায়ক মুশফিকা তাসলিম, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান আলম, জীবন রায়, রাশেদ কবির প্রমুখসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads