• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কাশ্মীর ইস্যুতে জাবিতে বিক্ষোভ মিছিল

ছবি: বাংলাদেশের খবর

শিক্ষা

কাশ্মীর ইস্যুতে জাবিতে বিক্ষোভ মিছিল

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ আগস্ট ২০১৯

ভারতীয় আগ্রাসন নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশ থেকে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরিবহন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান বলেন, “নব্য সা¤্রাজ্যবাদী ভারত আগ্রাসন রুখে দিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই সাথে আমাদের দেশেও যে ভারতের প্রভাব বিদ্যমান রয়েছে তা সমূলে উৎপাটন করতে হবে।”

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির বলেন, ভারতীয় আগ্রাসনের কারণে আমাদের দেশের সার্বভৌম ক্ষমতা আজ বিপন্ন। সীমান্তে গুলি করে তারা আমাদের হত্যা করছে। আমাদের সার্বভৌমত্ব পদে পদে ক্ষুন্ন হচ্ছে। আমরা এখান থেকে বলতে চাই, বাংলাদেশের ছাত্রজনতা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবসময় সোচ্চার আছে ও ভবিষ্যতেও থাকবে।'

সমাবেশে আরও বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি মাহাথির মোহাম্মদ, ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শোভন রহমান, ছাত্র ইউনিয়নের কার্যকরী সদস্য রকিবুল রনি, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির প্রমুখ।

এ সময় শিক্ষার্থীরা 'কাশ্মীরের বিপ্লবীরা লও লও সালাম, দিল্লীর আগ্রাসন নিপাত যাক, নিপাত যাক, ভারতের আগ্রাসন রুখে দাও জনগণ, কাশ্মীর চায় আজাদী আজাদী, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ' ইত্যাদি স্লোগান দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads