• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিক্ষার্থীকে শোকজ!

সংগৃহীত ছবি

শিক্ষা

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিক্ষার্থীকে শোকজ!

  • নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ সেপ্টেম্বর ২০১৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোরসালিন রহমান শিখরকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। ফেসবুকে শিক্ষক ও শিক্ষার্থীদের বিষয়ে স্ট্যাটাস  দেওয়ায় তাকে এ নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর বলেন, উপাচার্য বিষয়টি প্রক্টরিয়াল বডিকে দায়িত্ব দিয়েছে।

বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি। আমরা কেবল তার বক্তব্য নিয়েছি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান।

শিক্ষার্থী মোরসালিন বলেন, শিক্ষার্থী হিসেবে অন্যায় অনিয়মের প্রতিবাদ করেছিলাম। আমার লেখা স্ট্যাটাসে কাউকে উদ্দেশ্য করে দেইনি।  প্রশাসন সেটি তাদের দিকে নিয়েছে এবং আমার লেখা স্ট্যাটাসের শব্দ চয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের একজন  শিক্ষার্থী হিসেবে যদি অন্যায়কে অন্যায় বলতে না পারি তাহলে বিশ্ববিদ্যালয় থেকে কি শিক্ষা নিয়ে যাবো। পরিবহন ও আবাসিক সংকটসহ অন্যান্য যেসব সুবিধা পাওয়ার কথা ছিল সেগুলো অপ্রাপ্তির জন্যেই  বেশী খারাপ লেগেছে। আর সেই ক্ষোভের জায়গা থেকেই মূলত এই স্ট্যাটাস লিখেছিলাম। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আজ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ফেসবুক স্ট্যাটাস প্রশাসনকে আঘাত করেছে। কিন্তু যখন বহিরাগতরা এসে বাস ভাঙ্গে,ছাত্রী মেসে ঢুকে, শিক্ষার্থীদের গায়ে হাত তোলে তখন তা তাদের লাগে না। এখন পর্যন্ত কোনো ঘটনার বিচার হয়নি। কিন্তু ফেইসবুকে স্ট্যাটাস এর জন্যে এতদূর।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads