• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

শিক্ষা

জেএমএস ক্যারিয়ার ক্লাবের যাত্রা শুরু

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ সেপ্টেম্বর ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে বিভাগটিতে যাত্রা শুরু করেছে ‘জেএমএস ক্যারিয়ার ক্লাব’। 

বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদকে উপদেষ্টা করে ৩০ সদস্যের প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী কমিটিও ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে ‘জেএমএস ক্যারিয়ার ক্লাব’ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদের উপস্থিতিতে প্রায় শতাধিক আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে একটি পরামর্শ পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে ‘জেএমএস ক্যারিয়ার ক্লাব’র কর্ম পরিকল্পনা, গঠনতন্ত্র, চাঁদার হার, ইত্যাদি সার্বিক বিষয় নিয়ে উপস্থিত শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করেন। 

এরপর ক্যারিয়ার ক্লাবের কমিটিতে থাকতে আগ্রহী জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সমন্বয়ে ৩০ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে স্নাকোত্তর পর্যায়ের (৪৪তম ব্যাচ) শিক্ষার্থী আল-আমিনকে আহ্বায়ক ও চতুর্থ বর্ষের (৪৫তম ব্যাচ) শিক্ষার্থী সাজিদুজ্জামানকে সদস্য সচিব করা হয়েছে।

সিলেবাস ভিত্তিক লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল, বুদ্ধিবৃত্তিক কার্যক্রম এবং বিভিন্ন বিষয়ে দক্ষ হয়ে উঠতে সহায়ক শিক্ষা গ্রহণের লক্ষ্যে এই ক্লাব গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: যুগ্ম-আহ্বায়ক নন্দিতা সরকার (৪৪তম ব্যাচ), তাওফিকুর রহমান, অনুপ কুমার রায়, মিয়া মাহাতাব নির্ঝর (৪৫তম ব্যাচ), পরান (৪৬তম ব্যাচ); সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিৎ কুমার দেব (৪৫তম ব্যাচ), ফুয়াদ হাসান, সায়মা (৪৬তম ব্যাচ); সহ-সাংগঠনিক সম্পাদক সারিকা সাইয়ারা (৪৫তম ব্যাচ), তানভীর হাসান (৪৭তম ব্যাচ); কোষাধ্যক্ষ মাহবুবা আকবর(৪৬তম ব্যাচ), সহ-কোষাধ্যক্ষ তাওসিফ আব্দুল্লাহ (৪৭তম ব্যাচ); জনসংযোগ বিষয়ক সম্পাদক মাইদুল ইসলাম, কেয়া বোস, শুভ আনোয়ার (৪৫তম ব্যাচ); প্রচার সম্পাদক জাকির হোসেন, উপ-প্রচার সম্পাদক ফারুক হোসেন (৪৭তম ব্যাচ); দপ্তর সম্পাদক বিকাশ সরকার (৪৬তম ব্যাচ), উপ-দপ্তর সম্পাদক ফাবিহা বিনতে হক, পূজা মজুমদার (৪৭তম ব্যাচ); ইভেন্ট ম্যানেজমেন্ট সাদিয়া সিদ্দিকা, ইশরাত জাহান চৈতি (৪৬তম ব্যাচ), শ্রাবণী আক্তার, উম্মে মহসিনা, রাহুল রায় (৪৭তম ব্যাচ) নাঈম হাসান; ডিজাইনার ওমর ফারুক (৪৭তম ব্যাচ), জিসান ইলাহী সুমন (৪৬তম ব্যাচ)। এছাড়া এ ৩০ সদস্যের কমিটির বাহিরে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শ্বাশতী সরকার ও মুস্তাকিম (৪৮তম ব্যাচ)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads