• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ইবিতে ভর্তি পরীক্ষা : আসনপ্রতি প্রতিযোগী ২৭ জন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

সংরক্ষিত ছবি

শিক্ষা

ইবিতে ভর্তি পরীক্ষা : আসনপ্রতি প্রতিযোগী ২৭ জন

  • ইবি প্রতিনিধি
  • প্রকাশিত ০২ অক্টোবর ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সময় শেষ হয়েছে। এতে শেষ সময় (১ অক্টোবর) পর্যন্ত আবেদন করেছে ৬১ হাজার ৯৪২ জন ভর্তিচ্ছু। ফলে মোট ২৩০৫ আসনের মধ্যে প্রতি এক আসনের বিপরীতে লড়বে ২৭ জন শিক্ষার্থী। সংশ্লিষ্ট দফতর থেকে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, এবছর ৮অনুষদের অর্ধীনে ৩৪বিভাগের জন্য ৪ইউনিটে পরীক্ষা গ্রহণ করা হবে। এতে ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২৪০ আসনের বিপরীতে আবেদন করেছে ২ হাজার ২২৩ ভর্তিচ্ছু। যা আসনপ্রতি ৯ জন। মানবিক ও সমাজবিজ্ঞান এবং আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ১ হাজার ৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ২৭ হাজার ৬৩৭জন। যা আসনপ্রতি ২৬জন। ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনটে ৪৫০ আসনের বিপরীতে আবেদন করেছে ৮ হাজার ৯৩০জন। যা আসনপ্রতি ২০জন। এছাড়াও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ৫৫০ আসনের বিপরীতে আবেদন করেছে ২৩ হাজার ১৫২ জন। যা আসনপ্রতি ৪২জন।

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (http://www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads