• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
জাবি উপাচার্যের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি অব্যাহত

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

জাবি উপাচার্যের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি অব্যাহত

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ অক্টোবর ২০১৯

জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট ও প্রশাসনিক অবরোধ কর্মসূচি পালন করছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। অন্যদিকে আন্দোলনকারীদের অযৌক্তিক দাবি প্রত্যাহারের দাবিতে গণসংযোগ কর্মসূচি পালন করেছে উপাচার্য পন্থী বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।

আন্দোলনকারীদের কর্মসূচির ফলে পূর্ব নির্ধারিত পরীক্ষা ছাড়া সকল ধরণের ক্লাস বন্ধ রয়েছে। এছাড়া অবরোধের কারণে প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেনি কোনো কর্মকর্তা-কর্মচারী। ফলে প্রশাসনিক কার্যক্রমও দেখা দিয়েছে স্থবিরতা। সকাল থেকে পরিবহণ পুল থেকে কোনো যানবাহন বের করতে দেখা যায় নি। 

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া এই ধর্মঘট ও অবরোধ কর্মসূচি চলবে বিকাল চারটা পর্যন্ত। ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো পূর্বঘোষিত এ ধর্মঘট কর্মসূচি পালন করছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতিবাদে পূর্ব নির্ধারিত গণসংযোগ কর্মসূচি পালন করছে উপাচার্যপন্থী শিক্ষকরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অ্যাকাডেমিক ভবনে গিয়ে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ ব্যানারে এ গণসংযোগ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। গণসংযোগে শিক্ষকদের পক্ষ থেকে উপাচার্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারীদের চিহ্নিত করে দুর্নীতিবাজদের শাস্তির দাবি জানানো হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads