• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
দুর্গাপূজা উপলক্ষে বর্ণিল সাজে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

দুর্গাপূজা উপলক্ষে বর্ণিল সাজে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

  • জবি প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ অক্টোবর ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির আয়োজনে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

আজ শুক্রবার থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার পর্যন্ত পূজার কার্যক্রম চলবে বলে জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী জানান, এ বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০০০ সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী আছেন। এ শিক্ষার্থীদের কথা চিন্তা করে উপাচার্যের নির্দেশে আমরা ক্যাম্পাসে দুর্গাপূজা উদযাপনের উদ্যোগ নেওয়া হয়। পূজার ব্যয়ভারের জন্য বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও কর্মকর্তারা চাঁদা দিয়েছেন। কোনো শিক্ষার্থীর কাছ থেকে এর জন্য চাঁদা নেওয়া হয়নি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের সভাপতি সজল রায় বলেন, ক্যাম্পাসে প্রথমবারের মতো পূজা উদযাপিত হচ্ছে দেখে খুব ভালো লাগছে। জবিতে প্রথম বারের মত দুর্গাপূজার আয়োজন অসাম্প্রদায়িক বাংলাদেশের একটি বিরল উদাহরণ। এর মাধ্যমে ক্যাম্পাসে সবার মধ্যে সাম্প্রদায়িক চিন্তাভাবনা দূর হবে আশা করি।

দুর্গাপূজার নিরাপত্তার বিষয়ে প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, এখানে দুর্গাপূজা প্রথমবারের মতো হচ্ছে। আমরা নিরাপত্তার বিষয়ে পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছি। তারা প্রয়োজনীয় ফোর্স পাঠাবেন। যেকোনো অরাজকতা ঠেকাতে সর্বদা আমাদের প্রক্টরিয়াল বডির সদস্যরা তৎপর থাকবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads