• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
ছাত্রদলের বিক্ষোভ মিছিলে জাবি ছাত্রলীগের ধাওয়া

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

আবরার হত্যাকাণ্ড

ছাত্রদলের বিক্ষোভ মিছিলে জাবি ছাত্রলীগের ধাওয়া

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ অক্টোবর ২০১৯

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারীদের শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ বুধবার সকাল ১০টার দিকে মিছিলটি বের করলে শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা মিছিলে অংশগ্রহণকারীদের ধাওয়া করে। এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে অমর একুশের পাদদেশে গিয়ে শেষ হয়। এ সময় তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা অবিলম্বে আবরারের হত্যাকারীদের ফাঁসি দিয়ে দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, দ্রুত আবরার হত্যার বিচার না হলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলবেন।

কর্মসূচির শেষের দিকে ক্যাম্পাস ছাত্রলীগের এক নেতা ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ সময় ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করে। পরে ছাত্রদল নেতাকর্মীরা দৌড়ে ক্যাম্পাস ত্যাগ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads