• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
বিচার দাবিতে রাবি ছাত্রদলের বিক্ষোভ

বুধবার বিকেলে রুয়েটের প্রধান ফটক থেকে শুরু হয়ে রাবির কাজলা গেট এলাকায় এসে শেষ হয়।

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

আবরার হত্যা

বিচার দাবিতে রাবি ছাত্রদলের বিক্ষোভ

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ অক্টোবর ২০১৯

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

আজ বুধবার বিকেলে মিছিলটি রুয়েটের প্রধান ফটক থেকে শুরু হয়ে রাবির কাজলা গেট এলাকায় এসে শেষ হয়।

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘আর নয় প্রতিরোধ এবার হবে প্রতিশোধ, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, ছি ছি হাসিনা লজ্জায় বাঁচিনা, আমার ভাই হত্যা কেন প্রশাসন জবাব চাই ইত্যাদি স্লোগান দিতে থাকে।

এসময় সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহী, শামসুদ্দিন চৌধুরী সানিন, রাশেদ আলী, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মামুন, শফিকুল ইসলাম শফিক, প্রচার সম্পাদক মেহেদী হাসান খান, সহ-আইন সম্পাদক আহসান হাবিব, সহ-সাংস্কৃতিক সম্পাদক জহুরুল, সদস্য মাহমুদুল মিঠুসহ অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads