• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
নুরুকে পাগল বললেন চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক

আবরার ফাহাদ হত্যায় বিচার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শোক র‌্যালি

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

নুরুকে পাগল বললেন চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক

  • চবি প্রতিনিধি
  • প্রকাশিত ১০ অক্টোবর ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরুকে পাগল বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, গতকাল দেখলাম পাগলা নুরু চবি নিয়ে আজে বাজে কথা বলেছে। তার মানসিক স্খলন ঘটেছে। তার কাজ উল্টা-পাল্টা কথা বলে মিডিয়ায় হাই লাইটস হওয়া। ঘোলা পানিতে মাছ শিলার করতে চাইলে চবি ছাত্রলীগ কঠোর হস্তে দমন করবে।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে আবরার ফাহাদ হত্যায় বিচার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে শোক র‌্যালি পরবর্তী বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, বুয়েটে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত অমানবিক ও ঘৃণিত। যারা নৃশংশ কর্ম ঘটিয়েছে আমরা তাদের শাস্তি চাই। ছাত্রলীগের কোন ব্যক্তি যদি কোন অপরাধে জড়িত থাকে তার দায়ভার ছাত্রলীগ নিবে না। প্রগতিশীল সকল সংগঠন যে প্রতিবাদ জানিয়েছে তার সাথে একাত্মতা পোষণ করছি। তবে মৌলবাদী গোষ্ঠী এ ঘটনায় দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে। যারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা এ হত্যার ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুয়েটে নিহত আবরার হত্যার বিচার আশা করে বলেন আস্থা রাখি এ হত্যার অতিদ্রুত বিচার হবে।

শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ঢাবির শহিদ মিনারে বসে চবির ছাত্রলীগকে বলেন দেশের সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী সংগঠন। আপনার পাগলামির জবাব আমরা দিব। আমরা বলি আপনি ঢাবিতে আছেন, ঢাবিতে থাকেন। চবি ছাত্রলীগ নিয়ে মাথা ঘামাবেন না। নইলে হয়তো অনেক কিছুই থাকবে না।

রেজাউল হক রুবেল বলেন, আবরার আমাদের ভাই। আমাদের শরীরে যে রক্ত আছে তা আবরারের শরীরেও প্রবাহিত হচ্ছে। যারা তাকে হত্যা করেছে তারা কোন দেশের নয়, দলের নয়, গোষ্ঠীর নয়। তারা শুধুমাত্র খুনি। প্রধানমন্ত্রী খুনিদের পরিবারের খোঁজখবর নিয়েছে। দেশরতœ শেখ হাসিনা থেকে অলিগলির ছাত্রলীগ সবাই চায় দ্রুত যেন আবরার হত্যার বিচার হয়। শেখ হাসিনার দেশে কোন অন্যায় কর্মকা- চলতে পারে না। যেকোন অপকর্মের বিচার এখানে হচ্ছে।

তিনি আরও বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার না করে। এই বিশ্ববিদ্যালয়ে কোন নৈরাজ্য হতে দেওয়া হবে না। জামাত- শিবির, বিএনপির কোন চক্রান্ত বাস্তবায়নের সুযোগ আমরা দিব না। চবিতে কেউ সুযোগ নিতে চাইলে আমরা সুযোগ দিবনা।

শোক র‌্যালিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার শতাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads