• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
আবরার হত্যার বিচার দাবিতে রাবি শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি: বাংলাদেশের খবর

শিক্ষা

আবরার হত্যার বিচার দাবিতে রাবি শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ অক্টোবর ২০১৯

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে হত্যাকারী ছাত্রলীগ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনের সামনে প্যারিস রোডে ‘রাবি নিপীড়ন বিরোধী ছাত্র-শিক্ষক ঐক্য’ ব্যানারে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের সঞ্চালনায় বক্তব্য দেন, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. সৈয়দা আফরীনা মামুন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আকতার বানু, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বুয়েট ছাত্র আবরার ফাহাদের নির্মম হত্যাকান্ড পুরো দেশবাসীকে নাড়া দিয়েছে। এ হত্যা কান্ড শুধু এক আবরারের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি পুরো ছাত্র সমাজের উপর বর্তায়। এই ঘটনার মূলে রয়েছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং অপরাজনীতির আস্ফালন।

বক্তরা আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়েও দীর্ঘ সময় ধরে হলগুলোতে এবং হলের বাইরে বিশ্ববিদ্যালয় ছাত্র নামধারী গুন্ডাদের হাতে ছাত্ররা প্রতিনিয়ত নিপীড়িত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে টর্চার সেল বানানো হয়েছে। হলগুলোতে ছাত্রদের নিরাপত্তা ও পাশবিক নির্যাতন বন্ধের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানান তারা। সেই সাথে নিপীড়নের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

এ সময় তারা প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- প্রতিটি আবাসিক হলকে সিসিটিভির আওয়াতায় আনা, শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা, আবাসনের ব্যাপারে কোন ছাত্র সংগঠনের হস্তক্ষেপ না করা, অবৈধভাবে বসবাসরত সকলকে হল থেকে বের করা, দলীয় পক্ষপাতের বিরুদ্ধে প্রক্টোরিয়াল বডির যথাযথ দায়িত্ব পালন করা, বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ভিন্ন মতাদর্শের কারণে কোন ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর সাথে অসদাচারণ না করার দাবি জানান তারা।

মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুলতানা মোসতাফা খানম, ফার্মেসী বিভাগের ড. মামুনুর রশীদ, রসায়নের ড. মো. মাহবুবর রহমান, উদ্ভিদবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. আহমেদ ইমতিয়াজ, ড. মোহা. মনিরুল হক, সমাজকর্মের ড. মো. আখতার হোসেন মজুমদারসহ প্রায় তিন শতাধিক শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads