• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
জাবিতে ৬ষ্ঠ জাতীয় গণিত অলিম্পিয়াড ১৮ অক্টোবর

জাবিতে ৬ষ্ঠ জাতীয় গণিত অলিম্পিয়াড ১৮ অক্টোবর

জবি প্রতিনিধি

শিক্ষা

জাবিতে ৬ষ্ঠ জাতীয় গণিত অলিম্পিয়াড ১৮ অক্টোবর

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ অক্টোবর ২০১৯

‘ভাবনা যদি গণিত হয়, গণিত নিয়ে কিসের ভয়!’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ৬ষ্ঠ জাতীয় গণিত অলিম্পিয়াড-২০১৯। সারাদেশের দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৫ হাজার শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ নেবেন।

শুক্রবার সকালে এই অলিম্পিয়াডের উদ্বোধন করবেন দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

আজ বুধবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অলিম্পিয়াডের সমন্বয়ক তারেক আজিজ।

তিনি জানান, তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধনী দিনে গণিত প্রতিযোগিতা, দ্বিতীয় দিন শনিবার বিজ্ঞানভিত্তিক সিনেমা প্রদর্শন ও ক্ষুদে বিজ্ঞানীদের জন্য টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণ এবং শেষ দিন রোববার পুরস্কার বিতরণী ও গুণীজনদের সম্মাননা দেয়া হবে।

পরিবেশ বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এবার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে ও পাটের জিনোম আবিষ্কারের জন্য ড. মাকসুদুল আলমকে (মরণোত্তর) গুণীজন সম্মাননা প্রদান করা হবে বলেও জানান তিনি।

এবারের অলিম্পিয়াডের টাইটেল স্পন্সর হিসেবে আছে প্রাণ-আরএফএল গ্রুপ।

সংবাদ সম্মেলনে জাবি সায়েন্স ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads