• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কুবিতে ‘ÔHeForShe’ ’শীর্ষকক্যাম্পেইন ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

কুবিতে ‘ÔHeForShe’ ’শীর্ষকক্যাম্পেইন ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

কুবি প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

‘কুবিতে ‘ÔHeForShe’ ’শীর্ষকক্যাম্পেইন ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

  • কুবি প্রতিনিধি
  • প্রকাশিত ২০ অক্টোবর ২০১৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) ইউএন-উইমেন ও সুইডেন দূতাবাস এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন প্রতিরোধ প্রকল্পের অংশ হিসেবে ‘ঐবঋড়ৎঝযব’ শীর্ষক ক্যাম্পেইনও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২০ অক্টোবর) দুপুর ১২টায় ভার্চুয়াল ক্লাসরুমে প্যানেল ডিসকাশন এবং ব্যাডমিন্টন কোর্টে আলোকচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

ইউএন উইমেন যোগাযোগ বিশেষজ্ঞ মিস সামারা’র সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত H.E. Ms. Charlotta Schlyter, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী,ইউএন-উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শোকো ইশিকাওয়া, এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ আবু তাহের।

প্যানেল ডিসকাশনে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী ইউএন উইমেন বাংলাদেশকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এজন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার অনেক আনন্দিত। তিনি আরও বলেন, ইউএন এর এই ক্যাম্পেইন শিক্ষক-শিক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে।

প্যানেল আলোচনায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। আলোচনায় লিঙ্গ সমতা সমর্থনে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষন এবং যৌন হয়রানির বিদ্যমান পরিসংখ্যান সম্পর্কে আলোচনা করে তা প্রতিরোধে পুরুষদের ভূমিকার কথা উল্লেখ করেন প্যানেলিস্টরা।

প্যানেল শেষে উপস্থিত সকলে উন্মুক্ত আলোক চিত্র প্রদর্শনী উপভোগ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads