• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
রাবির এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি: বাংলাদেশের খবর

শিক্ষা

রাবির এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ২১ অক্টোবর ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় এ ইউনিটের গ্রুপ-১ এর পরীক্ষার মাধ্যমে শুরু হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষা পরিদর্শন শেষে এক মন্তব্যে উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। ভর্তি পরীক্ষায় অসদুপায়রোধে আগাম সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারসহ প্রয়োজনীয় তৎপরতার কারণে পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারসহ সংশ্লিষ্ট অনুষদ অধিকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া বেলা ১১টা ৪৫ থেকে ১টা ৩০ পর্যন্ত এ ইউনিটের গ্রুপ-২ এবং বিকেল ৩টা থেকে ৪টা ৪৫ পর্যন্ত বি ইউনিটের গ্রুপ-১ এর বাণিজ্য ও অ-বাণিজ্য এর পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থাসহ তৎপর ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে পরীক্ষা চলাকালীন কোনো প্রকার জালিয়াতির খবর পাওয়া যায়নি।

এদিকে আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা ৪৫ পর্যন্ত সি ইউনিটের গ্রুপ-১ (বিজ্ঞান-রোল: ১০০০১ থেকে ২৫২৫৭), সকাল ১১টা ৪৫ থেকে ১টা ৩০ পর্যন্ত গ্রুপ-২ (বিজ্ঞান-রোল: ৫০০০১ থেকে ৬৫২৫৬ পর্যন্ত এবং গ্রুপ-৩ (অ-বিজ্ঞান-রোল: ৮০০০১ থেকে ৮০৭১৬ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, এবারের পরীক্ষায় তিনটি ইউনিটে মোট আসন সংখ্যা ৪ হাজার ৭১৩টি যার বিপরীতে ভর্তিচ্ছু কর্তৃক এ ইউনিটে ৩১ হাজার ১২৯ জন, বি ইউনিটে ১৫ হাজার ৭৩২ জন এবং সি ইউনিটে ৩১ হাজার ২২৯ জন চূড়ান্ত প্রতিযোগী অংশ নিচ্ছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads