• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
জাবিতে শিক্ষকের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

শিক্ষা

জাবিতে শিক্ষকের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা

  • শাহিনুর রহমান শাহিন, জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ০২ নভেম্বর ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইচ্ছুক শিক্ষার্থীদের সহযোগিতা করার সময় আন্দোলনকারীরা সহকারী প্রক্টর মহিবুর রউফ শৈবাল এর উপর হামলা করেছে দাবি করে অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশুলিয়া থানায় এই মামলাটি দায়ের করা হয়। আশুলিয়া থানা সূত্রে জানা যায়, মামলা নং -০২, তারিখ-০১/১১/১৯, ধারা-১৪৩, ৩২৩, ৩২৪, ৩০৭, ৩৪ পেনাল কোড।

ভিসির অপসারণের দাবিতে চলমান অবরোধ কর্মসূচী পালনকালে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে টেনে হেঁচড়ে পুরাতন কলা ভবনের ফটক থেকে নিয়ে আসেন সহকারী প্রক্টর মহিবুর রউফ শৈবাল- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়।

এই ঘটনার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি করেন সহকারী প্রক্টর তাদের দু'জন আন্দোলনকারীকে নির্যাতন করেছেন। এর মধ্যে একজন নারী আন্দোলনকারীও রয়েছে। তারা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়ে সহকারী প্রক্টরেরর শাস্তি দাবি করেন।

অন্যদিকে সহকারী প্রক্টর মহিবুর রউফ শৈবাল বলেন, তিনি হেনস্থা করেননি। বরং তিনি আন্দোলনকারীর কাঁধে হাত দিয়ে তাকে ফটক থেকে সরিয়ে দিয়েছেন। আর সরানোর সময় তাকে কেউ একজন আঘাত করে। এতে তার ইউরিনে সাথে রক্ত বের হচ্ছে। তাই তিনি সাভারের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এমন অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম মহিবুর রউফ শৈবালকে হাসপাতালে দেখতে যান। পরে শুক্রবার রাতে প্রশাসন বাদী হয়ে আন্দোলনকারী অজ্ঞাত ৪০/৫০ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads