• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
‘বুলবুল’ তান্ডবে ভেঙে গেছে বশেমুরবিপ্রবির শহীদ মিনার

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

‘বুলবুল’ তান্ডবে ভেঙে গেছে বশেমুরবিপ্রবির শহীদ মিনার

  • বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশিত ১১ নভেম্বর ২০১৯

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর ভ্রাম্যমান কাঠের শহীদ মিনারটি ঘুর্ণিঝড় ‘বুলবুল’ এর তান্ডবে ভেঙ্গে গেছে। এছাড়াও ঘূর্ণিঝড়ের তান্ডবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের ছোট-বড় নানা ধরনের গাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ৷ রাস্তায় গাছের ভাঙ্গা অংশ পরে থাকতে দেখা যায় ৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, ২১ ফেব্রুয়ারি ১ টি মাত্র দিন ছাড়া সারা বছর অযত্নে-অবহেলায় পরে থাকে শহীদ মিনারটি। এর কোন পরিচর্যা করা হয় না। ৮ বছর পার হলেও ক্যাম্পাসে মানসম্মত কেন্দ্রীয় শহীদ মিনার তৈরি করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। কাঠের শহীদ মিনারেই শহীদ দিবসের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনকি জানা গেছে শহীদ মিনার নির্মাণ নিয়েও রয়েছে দুর্নীতির ঘটনা ৷ শুধু শহীদ মিনার নয় দুর্নীতি হয়েছে বঙ্গবন্ধু মুরাল নিয়েও ৷

এ ব্যাপারে বশেমুরবিপ্রবি প্রক্টর রাজিউর রহমান জানান, প্রাক্তন ভিসির খন্দকার নাসিরউদ্দিনের অনীহার কারনে বিশ্ববিদ্যালয়ে কোন মানসম্মত শহীদ মিনার তৈরি হয় নি।

তিনি আরও জানান, আমরা সরেজমিনে সবকিছু পর্যবেক্ষন করে ব্যবস্থা গ্রহণ করব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads